|
---|
মালদা মানিকচক: স্বনির্ভর হওয়ার লক্ষ্য নিয়ে মানিকচক ব্লকের কামালপুরে গ্রামীণ স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্রে যুবক যুবতীদের মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। শুক্রবার মাশরুম চাষের প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের শংসাপত্র তুলে দেন মানিকচক স্টেট ব্যাঙ্কের চিফ ম্যানেজার শুভ্র প্রতিম বিশ্বাস।প্রশিক্ষণের শংসাপত্র নিয়ে অশোক বিশ্বাস, নিবারন অধিকারী জানান, আমরা মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়ে ও শংসাপত্র হাতে পেয়ে খুশি হলাম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর সমীর কুমার দাস, অনিলস্টাফ সুচিত্রা মন্ডল, প্রশিক্ষক কৌশিক বিশ্বাস, চিন্ময় সিংহ গৌতম বসাক মোকবুল হোসেন, আখতারুজ্জামান প্রমুখ। পশ্চিমবঙ্গ সরকারের ও কেন্দ্রীয় সরকারের যৌথ সহযোগিতায় এবং স্টেট ব্যাঙ্কের পরিচালনায় সেলাই ট্রেনিং, মাছ চাষ, বিউটশিয়ান, এগ্রিকালচার, মাশরুম চাষ সহ প্রায় 64 ধরনের প্রকল্পের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ নিয়ে জেলার কয়েক হাজার বেকার যুবক যুবতী উপকৃত হয়েছে ও স্বনির্ভরতা অর্জন করেছে। যাদের মধ্যে বেশিরভাগ মহিলা।
স্বনির্ভরতার মাধ্যমে যুবক ও যুবতীদের পথ দেখাচ্ছে এই কেন্দ্র। এই কেন্দ্রটি মালদা জেলার একমাত্র প্রতিষ্ঠান। স্বনির্ভর করার লক্ষ্যে 2009 সালে চালু হয়। এদিন 34 জনকে শংসাপত্র তুলে দেন উদ্যোগতারা। কেন্দ্রের ডিরেক্টর সমীর কুমার দাস ও উদ্যোগতারা জানান ,10 দিনের মাশরুম চাষের প্রশিক্ষণ হল। মাশরুম চাষের ক্ষেত্রে কী কী করনীয় ও এই চাষের উন্নয়নের জন্য বিভিন্ন দিক তুলে ধরেন। এই চাষের সার্বিক দিশা দেখাতে প্রয়োজনে প্রশিক্ষণপ্রাপ্তদের আর্থিক লোন দেওয়ার আশ্বাস দেন ব্যাঙ্কের আধিকারিকরা। এই কেন্দ্রে নিখরচায় থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ শেষে শংসাপত্র দেওয়া হয় ও স্বনির্ভর করে তোলা হয়।