|
---|
সেখ সামসুদ্দিন : পশ্চিমবঙ্গ সরকারের এম এস এম ই (মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ) প্রকল্পে রুরাল এন্টারটেইনমেন্ট হাব তৈরির লক্ষ্যে ও উৎসাহ দানে মেমারি ১ ব্লকের উত্তর কৈলাসপুর গ্রামে বালাপোষ তৈরির কাজে যুক্ত কর্মীদের হাতে উচ্চক্ষমতা সম্পন্ন সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এখানে রুরাল এন্টারটেইনমেন্ট হাব গঠনের ভিত্তিতে এই মেশিন দেওয়ার কাজে মুখ্য সংগঠক হিসাবে কাজ করেন সুশান্ত রায়। এই মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জিলা পরিষদ সভাধিপতি শম্পা ধারা, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার অভিজিৎ কর, ডিআইসি ম্যানেজার সমীর রায়, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডাঃ আলি মহঃ অলি উল্লাহ, ব্লক শিল্প উন্নয়ন আধিকারিক (আইডিও) প্রবীর দে, সমাজসেবী অচিন্ত্য চ্যাটার্জী, আশিষ ঘোষদস্তিদার, প্রসেনজিৎ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আইডিও জানান আজ দশজনকে সেলাই মেশিন, মটর, স্ট্যান্ড ও টেবিল সহ সম্পূর্ণ সেট দেয়া হয়। খুব শীঘ্রই তুলো তৈরির মেশিন দেওয়া হবে। শম্পা ধারা পশ্চিমবঙ্গ সরকারের সব প্রকল্পের সুযোগ সুবিধার বিষয়ে তুলে ধরার পাশাপাশি হাবের সঙ্গে যুক্ত ৩০ জন সদস্যকেই কর্মসাথী প্রকল্পের ফর্ম ফিলাপ করতে বলেন, তিনি সত্বর তার অনুমোদন করে দেবেন বলে ঘোষণা করেন।