পোল্যান্ড সীমান্তে সামরিক ঘাঁটিতে হামলা চালাল রাশিয়া

নতুন গতি নিউজ ডেস্ক: পোল্যান্ড সীমান্তে সামরিক ঘাঁটিতে হামলা চালাল রাশিয়া। ২০১৮ সাল থেকে এই সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণ করে নেটো। এখান থেকে ইউক্রেনে যুদ্ধ সরবরাহ করা হত। রাশিয়া আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী কনভয় এবং অস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে।

    পোল্যান্ড সীমান্ত থেকে ২৫ কিমি দূরে অবস্থিত এই সামরিক ঘাঁটি। রাশিয়া হামলায় এই ঘাঁটিতে থাকা বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট বারবার আমেরিকা এবং ন্যাটোর কাছে আবেদন করেছে ইউক্রেনকে নো-ফ্লাই জোন ঘোষণা করার। আমেরিকা এর পরিপ্রেক্ষিতে জানিয়েছে এখনো আকাশপথে হামলা করেনি রাশিয়া, সেক্ষেত্রে ইউক্রেনকে নো ফ্লাই জোন ঘোষণা করলে সরাসরি রাশিয়ার সাথে সংঘাত লাগতে পারে।