|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: নাগরিকদের দ্রুত নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতে ইউক্রেনে ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।
ভারতের রুশ দূতাবাস জানিয়েছে, মস্কোর সময়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে, অর্থাৎ ভারতীয় সময়ে বেলা ১২.৩০ মিনিট থেকে কয়েক ঘন্টার জন্য কিয়েভ, খারকভ, শেরনিগোভ, সুমি ও মারিওপুলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।
সুমি শহরে এখনও বেশ কয়েকজন ভারতীয় নাগরিক আটকে রয়েছেন। তাঁদের সেখান থেকে বের করে আনতে যুদ্ধবিরতি ঘোষণার জন্য আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার রাশিয়া-ইউক্রেন তৃতীয় বৈঠকেও মেলেনি যুদ্ধ থামানোর উপায়। যুদ্ধক্ষেত্রে আরও ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। ইউক্রেনের মিকোলেভ সেনা ব্যারাকে মিসাইল হামলা চালিয়েছে রুশ ফৌজ। ওই ঘটনায় ৯ ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে বলে খবর। ভিনিৎসা-সহ একাধিক জায়গায় বোমাবর্ষণ করছে রুশ বাহিনী।