|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: রাশিয়ার তৈরি করোনা প্রতিষেধক স্পুটনিক ফাইভের দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য বেছে নেওয়া হল পশ্চিমবাংলার সরকারি হাসপাতাল সাগর দত্ত মেডিক্যাল কলেজকে। এ নিয়ে ইতিমধ্যেই হাসপাতাল পরিদর্শনের কাজ সেরে ফেলেছেন এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। ডিজিসিআই এবং রাজ্যের অনুমোদন পেলেই ট্রায়াল শুরু হয়ে যাবে।
ট্রায়ালের জন্য সমস্ত রকমের ব্যবস্থা করছে রাশিয়ার ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডক্টর রেড্ডিস ল্যাব। দেশজুড়ে মোট ১০০ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করার কথা রয়েছে। যার মধ্যে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ১২ জন স্বেচ্ছাসেবকের শরীরে এই প্রতিষেধকের ট্রায়াল করার পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, প্রতিষেধক মজুত রাখার জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ প্রয়োজন। এরা পাশাপাশি অন্যান পরিকাঠামোও প্রয়োজন। তা সবই সাগর দত্ত মেডিক্যাল কলেজে রয়েছে। তার ভিত্তিতে ইতিমধ্যেই একটি রিপোর্ট ডিজিসিআই এর কাছে পাঠানো হয়েছে।