শব্দ দূষণের প্রতিকার চেয়ে ডেপুটেশন মেমারিতে

নূর আহমেদ,মেমারি : ২৪ সেপ্টেম্বর,সম্প্রীতি মেমারির বিস্তীর্ণ এলাকাব বেশ কয়েক মাস যাবৎ ডিজে মাইক সহ একসাথে ৫০ থেকে ১০০ টি চোঙ, বড় বড় বক্স এক নাগাড়ে শব্দের ডেসিবেলের সমস্ত মাত্রা অতিক্রম করে বাজিয়ে এক শ্রেণীর অসুস্থ মানসিকতার লোকজন নিজেদের আনন্দ করার উদ্দেশ্যে দলবদ্ধভাবে আইনের তোয়াক্কা না করে মদ্যপ অবস্থায় প্রকাশ্য রাস্তা দিয়ে ভয়ংকর শব্দদূষণ করতে করতে শোভাযাত্রা করছে। হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গৃহস্থের বাড়ির পাশ দিয়ে এই ধরনের মাইকবাজিয়ে শোভাযাত্রার ফলে এলাকার বয়স্ক, অসুস্থ ও শিশুদের চরম সমস্যায় ফেলছে। এব্যপারে সোমবার রাত ৯টায় মেমারি থানায় ডেপুটেশন দেয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেমারি শাখার সদস্যরা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেমারি শাখার সম্পাদক তাপস পাল সহ অন্যান্য সদস্যরা।