বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম শাখার উদ্যোগে কৃষি আইন প্রত্যাহার নিয়ে সভা

বীরভূম: আজকে বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম শাখার উদ্যোগে মুরার‌ইয়ে সভা অনুষ্ঠিত হলো। তিনটি কৃষি আইন এর বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন গণসংগঠন এক বছরের অধিক সময় ধরে আন্দোলন চালিয়ে গেছে, এই আন্দোলনের জেরে অনেক মায়ের কোল খালি হয়েছে শুধু ফ্যাসিস্ট কেন্দ্র সরকারের জন্য। পিছিয়ে ছিল না বাংলা সংস্কৃতি মঞ্চ‌ও, গ্রাম বাংলার কোনায় কোনায় আন্দোলন গড়ে তুলেছিলেন তারাও অবশেষে স্বস্তি।

    বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম বলেন শুধু কৃষি আইন প্রত্যাহার নয় লোকসভাতে বিল পাস করতে হবে এবং এবার আমরা শ্রমকোড ও 50 কিলোমিটার বর্ডার ইস্যু নিয়ে আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না কেন্দ্র সরকার পিছু হচ্ছে। সভার শুরুতে 750 জন শহীদ বীর কৃষকদের আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করা হয় ও সভার শেষে সবাই মিষ্টি মুখ করেন।

    আজকের এই সভায় উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম, বীরভূম জেলা সভাপতি রাজকুমার ভুইমালি, বীরভূম জেলার কোর কমিটি থেকে মোহাম্মদ রিপন, সুদীপ দাস, আরিফ শেখ, মনিরুল ছাড়াও প্রমুখ।