|
---|
নিজস্ব সংবাদদাতা : হরিয়ানায় বিজেপির গোরক্ষকদের গণপিটুনিতে নিহত বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের হত্যাকারীদের শাস্তির দাবিতে কোলকাতার হরিয়ানা ভবনে বিক্ষোভ দেখালো সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। উল্লেখ, গত ২৭ আগস্ট হরিয়ানায় বিজেপির গোরক্ষকদের অমানুষিক হিংসার বলি হন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ছেলে সাবির মল্লিক। গোমাংস খেয়েছেন এই অপবাদে পিটিয়ে হত্যা করে সাবিরকে। সাবির দীর্ঘ আড়াই বছর ধরে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। কিন্তু বিজেপির গোরক্ষক কমিটি গোমাংস খাওয়ার অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেললো।
মঙ্গলবার কোলকাতার হরিয়ানা ভবনে বিক্ষোভ সভায় যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান বলেন দেশজুড়ে গোরক্ষার নামে বাঙালি মুসলিম শ্রমিকদের উপর বর্বর নির্যাতন ও হত্যা পর্যন্ত করা হচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য গুলিতে এইধরনের অত্যাচারের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে। আমরা এই ধরনের গেরুয়া তাণ্ডবের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এবং সাবির মল্লিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
বিক্ষোভ সভায় দাবি তোলা হয় – হরিয়ানায় গোরক্ষকদের হাতে নিহত সাবির মল্লিকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চ
দিতে হবে। হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। গোরক্ষার নামে দেশজুড়ে মুসলিমদের উপর হামলা বন্ধ করতে হবে। গোরক্ষার নামে গেরুয়া তাণ্ডব বন্ধ করতে পার্লামেন্টে গণপিটুনি বিরোধী আইন প্রণয়ন করতে হবে এবং দেশে গোরক্ষা বাহিনী নিষিদ্ধ করতে হবে। এদিন বিক্ষোভ থেকে মহারাষ্ট্রে ট্রেনে বৃদ্ধ হাজি সাহেবের উপর অত্যাচারকারীদের শাস্তির দাবিও জানানো হয়।
বিক্ষোভে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন কাসেমী বলেন বিজেপির হিংসার রাজনীতির জন্য দেশজুড়ে এই গেরুয়া সন্ত্রাসীদের উপদ্রব বেড়েছে, অবিলম্বে বিজেপির নেতাদের হিংসাত্মক ধর্মীয় মেরুকরণের রাজনীতি বন্ধ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সম্পাদক শিক্ষক আলি আকবর, গোলাম রহমান, মুসতাহিদ ইসলাম, জিয়াউর রহমান গাইন, মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব খলিল মল্লিক, সালাউদ্দিন আহমেদ, শিক্ষক আব্দুর রউফ, নাসির উদ্দিন ঘরামী, মুহাম্মদ ফাকিরুদ্দিন, মোহাম্মদ আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিক্ষোভ সভা থেকে হরিয়ানা ভবনে হরিয়ানার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।