সব্যসাচীকে সরিয়ে বিধান নগরের দায়িত্ব দেয়া হল ডেপুটি মেয়র তাপসকে

জাকির হোসেন সেখ, ৭ জুলাই, নতুন গতি: বিধাননগরের মেয়র পদ থেকে সব্যসাচী দত্তকে যে সরানো হয়েছে, কাউন্সিলরদের নিয়ে ফিরহাদ হাকিমের বৈঠকের পর তা জানা গেল। তৃণমূল সূত্রে খবর, মেয়র সব্যসাচী দত্তের পরিবর্তে আপাতত পৌর নিগমের কাজ দেখবেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। তৃণমূলের কেউ যদিও এ বিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি। বৈঠক সেরে বেরনোর সময় ফিরহাদ হাকিমও সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করেননি। উল্টে বলেছেন, যা বলার তিনি দলনেত্রীকেই বলবেন।
তবে তৃণমূলের একটা অংশ সুত্রে জানা গেছে যে, বৈঠক থেকেই ফিরহাদ হাকিম নাকি ফোন করে সব্যসাচীকে জানিয়ে দিয়েছিলেন যে, পুরসভায় আপাতত তাঁর ঢোকার দরকার নেই।

    লোকসভা ভোটের আগে মুকুল রায়কে বাড়িতে ডেকে লুচি আলুর দম খাইয়েছিলেন সব্যসাচী দত্ত। ভোটের পরও অনেক বিতর্কিত মন্তব্য করেছেন। কিন্তু গত শনিবার বিদ্যুৎ ভবনে বিক্ষোভ দেখাতে গিয়ে দলকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা, ‘‘দলবিরোধী কথা বলছি মনে হলে আমাকে দল থেকে বহিষ্কার করা হোক।’’ এইভাবে শীর্ষ নেতৃত্বকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার পর সব্যসাচীর ডানা ছাঁটা কার্যত অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল।