|
---|
নিজস্ব সংবাদদাতা :- ১৫ ই আগস্ট,দেশের বিভিন্ন প্রান্তে উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস। শনিবার, বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের তালসাঙ্গরা বাসস্ট্যান্ডে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে জামকুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস। করোনা মহামারীর কথা মাথায় রেখে সরকারি নির্দেশে মেনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন ২৫০ টি পরিবার। তৃণমূলে যোগদান কারিদের হাতে দলীয় পতাকা তুলে দেন ইন্দাস বিধানসভার বিধায়ক গুরুপদ মেটে। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কার্যকরি সভাপতি সেখ আজফার হোসেন, ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য প্রভাত মুখার্জি, ব্লক তৃণমূল যুব সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, কর্মাধ্যক্ষ শাহজাহান মিদ্যা অঞ্চল যুব সভাপতি প্রবীর চক্রবর্তী সহ বিশিষ্ট জন।