|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের তেহাট্টা সদানন্দ মহাবিদ্যালয়ে পরিচালিত কেন্দ্রে এনসিসি ইউনিটে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। উক্ত রক্তদান শিবিরে রক্ত দান করেছেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ অধ্যাপক গণ ও ছাত্র ছাত্রী গণ , রক্ত দাতাদের রক্ত দান করার জন্য উৎসাহিত করেন তেহাট্টা সদানন্দ মহাবিদ্যালয়ে পরিচালকবর্গ এর সভাপতি (Government Body President) প্রনব রায়। সাধারন মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।