|
---|
এম ওয়াহেদুর রহমান, চাঁচল, মালদহ : উত্তর মালদহের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যালয় সদরপুর উচ্চ বিদ্যালয় ( উ . মা) । এই বিদ্যালয়ের নিজস্ব মাঠে বুধবার মহাসমারোহে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ কাঞ্চন কুমার সিনহা। উপস্থিত ছিলেন খরবা ২ এর অবর বিদ্যালয় পরিদর্শক আব্দুল হানিফ, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বীরেশ দাস, পরিচালন সমিতির সদস্য ফিরদৌস সরকার প্রমুখ ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভীক সেনগুপ্ত বলেন, ‘ রান,লং ও হাই জাম্প, লৌহ বল নিক্ষেপ,মিউজিক্যাল চেয়ার, যেমন খুশি তেমন সাজো সহ চল্লিশটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।’ ক্রীড়া শিক্ষক মনীচরণ রায় বলেন, ‘ আমরা প্রতিটি বিষয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করেছি । এছাড়াও যেসব প্রতিযোগী অংশ গ্ৰহন করে ব্যর্থ হয়েছে তাদেরকে ও সান্তনা পুরস্কার প্রদান করেছি, যেন তারা আগামী দিনে উৎসাহিত হয়।’ এছাড়াও নাচ, গান, কবিতা আবৃত্তি ও নাটক অনুষ্ঠিত হয়।মূলত বিদ্যালয়ের অনুষ্ঠান হলে ও শিক্ষক- শিক্ষিকা ছাড়া ও অগনিত মানুষের ঢল নামে। অনুষ্ঠানে পৌরহিত্য করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তরুন কুমার রায়।