স্বাধীনতা ৭৫তম বর্ষ উপলক্ষে মানিকচক ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়

সংবাদদাতা,মালদা : ‌স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে সোমবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল স্কুলে। এদিন পতাকা উত্তোলনের পাশাপাশি চলে বিভিন্ন রকমারি অনুষ্ঠান। কিন্তু জেলার অন্যান্য স্কুলগুলির পাশাপাশি মানিকচক-১ চক্রের মানিকচক ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান ছিল জমজমাট। দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী করে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা। স্বাধীনতার আগের ও পরপর কিছু কিছু দুষ্প্রাপ্য সামগ্রী দিয়ে সাজানো হয়েছে গোটা স্কুল। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: সুলতানা খাতুনের প্রচেষ্টায় অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় সামগ্রী সংগ্রহ করা হয়। কী নেই তাঁর সংগ্রহে। ব্রিটিশ যুগের রেডিও থেকে এইচএমটি-‌র রেডিয়াম হাতঘড়ি, পেতলের থালা-‌বাসন থেকে তাঁতের শাড়ি, টেবিল ক্লথ, ফুলদানির মতো হস্তশিল্পের সম্ভার। অন্যান্য বিদ্যালয়ের মতো মানিকচক ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে দিনটি পালিত হলেও বিশেষ আকর্ষণ ছিল দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী। এদিন প্রদর্শনী দেখতে বিদ্যালয়ের অভিভাবক থেকে এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন মডেল দিয়ে গোটা স্কুল সাজানো হয়। সকালে পড়ুয়াদের নিয়ে শোভাযাত্রাও বের হয়। দেশের মানচিত্র , মনীষীদের ছবি প্রস্তুত করে অভিনব শোভাযাত্রা নজর কাড়ে। সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান ও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মানিকচক ব্লকের বিডিও জয় আহমেদ, সংশ্লিষ্ট চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক পারভেজ আলম-‌সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা , অভিভাবক বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান শিক্ষিকা সুলতানা খাতুন জানান, ‘‌দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহের শখ আমার ছোট বেলাকার। এবার স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে আমরা স্কুলে বিশেষ একগুচ্ছ অনুষ্ঠান সহ দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করেছি। অভিভাবক ও ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট। অতিথিবর্গের উপস্থিতিতে সকলের চেষ্টাই সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।