|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: পিতৃবিয়োগের শোক ভুলে ত্রাণ দিতে গিয়েছিলেন যুবক। কিন্তু সেটাই হল কাল! পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন উল্ডোডাঙার বাসিন্দা লোকনাথ দাস। সুন্দরবনে যাওয়ার পথে ঘটকপুকুরের কাছে গাড়ি উল্টে মৃত্যু হয় সেই ব্যক্তির। মঙ্গলবার লোকনাথের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতা তথা মন্ত্রী সাধন পাণ্ডের ( Sadhan Pandey) একমাত্র কন্যা শ্রেয়া পাণ্ডে ((Shreya Pandey)। শুধু তাই নয়, নিহতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাঁর দুই সন্তানের দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন অভিনেত্রী তথা সমাজকর্মী শ্রেয়া।
দিন কয়েক আগেই বাবাকে হারিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত শোক ভুলে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) বিধ্বস্ত সুন্দরবনের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে গিয়েছিলেন লোকনাথ দাস। সুন্দরবনে যাওয়ার পথে গাড়ি উল্টে মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম হন আরও ১০ জন। লোকনাথের মৃত্যুতে শোকের ছায়া নামে পরিবারে। পরিবার সূত্রে জানা যায়, দিন দুয়েক আগে বাবার পারলৌকিক কাজ সম্পন্ন করেছেন তিনি। তারপরই অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে ছুটে গিয়েছিলেন সুন্দরবনের উদ্দেশে। কিন্তু মানুষের সেবা করতে গিয়ে অকালে প্রাণ হারালেন লোকনাথ। এমন পরোপকারী ছেলের মৃত্যুতে এলাকা শোকস্তব্ধ। কীভাবে সব হয়ে গেল কেউ বুঝে উঠতে পারছেন না। সেই শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতেই এদিন তাঁর পবাড়ি পৌঁছেছিলেন শ্রেয়া পাণ্ডে।
বিশিষ্ট সমাজকর্মী শ্রেয়া পান্ডে এদিন লোকনাথ দাসের আত্মার শান্তি কামনা করে তাঁর দুই খুদে সন্তানের দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। শ্রেয়াকে দেখা যায় পিতৃহারা সেই শিশুকে নিজের কোলে তুলে নিয়ে তাঁর পরিবারকে সান্ত্বনা দিতে। অভিনেত্রী তথা সমাজকর্মীর এহেন মানবিকতায় মুগ্ধ এলাকাবাসী।