|
---|
এম এস ইসলাম ,বর্ধমান : রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট রাজ্যের অন্যতম সেরা স্বেচ্ছাসেবি সংগঠন ।শিক্ষা ,স্বাস্থ ও সমাজসেবায় দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে ।রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত রহমানিয়া আল আমিন মিশন রাজ্যে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করেছে । সুন্দর মনোরম পরিবেশ ,গাছ গাছালিতে ভরপুর সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশনকে এক অন্য মাত্রা এনে দিয়েছে ।রাজ্যের অন্যতম বড় মসজিদ আল মদিনা জামে মসজিদ ছাত্রদের নামাজি ও ঈমানদার হতে সাহায্য করে । সাধারণ মানের ছেলেদের নিয়ে প্রতি বছর উচ্চমাধ্যমিকে খুবই ভালো রেজাল্ট করে চলেছে এই সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন । মিশন প্রমাণ করলো সাধারণ ছেলেদের উপর মেহনত করলে তারাও ভালো রেজাল্ট করতে পারে। গতবছরের উচ্চমাধ্যমিকে সর্বনিম্ন নাম্বার পেয়েছিল ৬৫ শতাংশ যেটা রাজ্যের অন্যতম সেরা রেজাল্ট । এবারেও তার ব্যতিক্রম হয়নি। ৩৩ টি ছেলের মধ্যে সাত জন স্টার ও ২৫ জন প্রথম বিভাগে উত্তীর্ন হয়েছে । মিশনের ছাত্র নাজমুল আলম ৪৪৫ নম্বর পেয়ে মিশনে প্রথম স্থান দখল করেছে , দ্বিতীয় স্থান অর্জন করেছে শেখ মাসুদ ৪১০ নাম্বার পেয়েছে , তৃতীয় হয়েছে সেখ আজাদ ৪০৫ নম্বর পেয়ে। মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক হাজী কুতুব উদ্দিন সাহেব সুদূর কাশ্মীর থেকে মিশনের ছাত্র , শিক্ষক ,কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি তাদের জন্য দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন সঠিক লক্ষ্যে কাজ করে গেলে সাফল্য অবশ্যই আসবে। মহান প্রভু আল্লাহর খাজানায় কোন কিছু কম নেই শুধু মানুষকে চেষ্টা করে যেতে হয়। বর্তমান সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন এর ভারপ্রাপ্ত সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম বলেন সাধারণ মানের ছেলেদের নিয়েও ভালো রেজাল্ট করে যায় তার প্রমাণ সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন।প্রবেশিকা পরীক্ষায় জিরো পাওয়া ছেলেদেরকেও ফার্স্ট ডিভিশন ও স্টার পাইয়ে প্রমাণ করেছে সুনির্দিষ্ট নজরদারি ও লক্ষ্য স্থির থাকলে সাফল্য মিলবেই। মিশনের সভাপতি হাজী বদরুল আলম বলেন সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন সাধারণ মানের ছেলেদের নিয়ে রাজ্যের সেরা হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামী দিনে আরো অনেক পথ আগাতে হবে বলে জানিয়েছেন মিশনের সভাপতি হাজি বদরুল আলম ।