|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ ২৬ জানুয়ারী,২০২৩ ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো মামূন ন্যাশনাল স্কুল (গার্লস )পানাগড়ে।
বিশিষ্ট ইতিহাসবিদ ও প্রখ্যাত বক্তা মরহুম গোলাম আহমদ মোর্তজা সাহেবের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক ছাত্রী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
সকাল আট টায় সমবেত ছাত্রীদের ‘সারে জাহা সে আচ্ছা’ সংগীত পাঠের মধ্য দিয়ে পতাকা উত্তোলিত হয়। পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী ও কোটা পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন শেখ।
মূল অনুষ্ঠান শুরু হয় সকাল দশ টায়। পবিত্র কোরাণ শরীফের অংশবিশেষ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কেরাত পাঠ করে পঞ্চম শ্রেণির ছাত্রী উম্মে সালমা। আজকের এই সভায় সভাপতির পদ অলংকৃত করেন প্রতিষ্ঠানের গণিতের প্রবীণ শিক্ষক সুজিত মন্ডল।
আবৃতি,গজল ,দেশাত্মবোধক সংগীত ইত্যাদি নানা সাংস্কৃতিক বিষয়ে ছাত্রীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাঞ্জল ও আকর্ষণীয় করে তোলে। এই অনুষ্ঠানে আজকের এই দিন সম্বন্ধে অনেকে মূল্যবান আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণ করেন আব্দুর রশিদ, ইতিহাসের শিক্ষক রাজেশ মোল্লা ও সুজিত মন্ডল।
তাঁরা তাঁদের বক্তৃতায় প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব, জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা, বর্তমান সময়ে নারী শিক্ষার প্রয়োজনীয়তা ইত্যাদি নানাবিধ বিষয় আলোকপাত করেন ।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রীরা ‘ ফনিমনসা ও বনের পরী’ নাটকটি মঞ্চস্থ করে।
বিদ্যালয়ে কৃতি ছাত্রীদের এ অনুষ্ঠানে সারা বছরের পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কৃত করা হয়। প্রায় ১৩০ জন ছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে বই ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়। ক্যুইজ, ড্রয়িং,আবৃতি ,সংগীত ,অনুষ্ঠানের সঞ্চালিকা, প্রবন্ধ প্রতিযোগিতা ইত্যাদি নানা বিষয়ে সারা বছরের পারফরমেন্সের ভিত্তিতে বর্ষসেরা ছাত্রীদের পুরস্কৃত করা হয়। এছাড়া ২০২২ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে দশম শ্রেণির ক্লাসের রেজাল্টের ভিত্তিতে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রীদের বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি ইংরেজিতে পরিচালনা করে দশম শ্রেণির ছাত্রী মিম্মা খাতুন ও নাফিসা ইয়াসমিন। অষ্টম শ্রেণির ছাত্রী কুলসুম খাতুনের ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’ এই সংগীত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।