|
---|
নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ : প্রত্যন্ত গ্রামীন এলাকায় সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে অভিনব উদ্যোগ সুতির সাজুর মোড়ে অবস্থিত এ.এম. নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের। রবিবার বৃষ্টিভেজা দিনেই এ.এম. নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং উমরাপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ প্রচেষ্টায় মুর্শিদাবাদের সুতি থানার বাহাগোলপুর গ্রামের মাদরাসাতুস সালাফিয়া দারুস সালাম জহিরুল উলুম বাহাগোলপুর দক্ষিণপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে কয়েক হাজার মানুষকে সম্পূর্ন বিনামূল্যে চিকিৎসা এবং তাদের যাবতীয় ওষুধপত্র প্রদান করা হয়। অভিনব উদ্যোগে চিকিৎসা নিতে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় শিবিরে। এদিনের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন এ.এম. নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাইরেক্টর মোবারক হোসেন, উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাবিকুল ইসলাম সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সদস্য এবং এলাকার বিশিষ্ট জনেরা। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবিরে নার্ভ, শিরা, হাড়ের চিকিৎসার পাশাপাশি বাচ্চা ও মহিলাদের বিভিন্ন চিকিৎসা করা হয়। ছিলেন অভিজ্ঞ ডাক্তার বাবুরা। একেবারে অজপাড়াগায়ে গিয়ে অসহায় মানুষদের জন্য এধরনের উদ্যোগ গ্রহণ করায় এ.এম. নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং উমরাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে সাধুবাদ জানান বিশিষ্ট জনেরা।