স্বাধীনতা দিবসে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা

পারিজাত মোল্লা : ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হল দক্ষিণ ২৪ পরগণা জেলার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে। সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করা হয়। ভারত সবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৮ তম আবির্ভাব বর্ষ উপলক্ষ্যে স্বামী দিব্যানন্দজী মহারাজ ১২৮জন কিশোর কিশোরী কে সাধন দীক্ষা দান করেন। ১২৮টি পরিবারকে হিন্দুধর্মগ্রন্থ প্রদান করা হয়। ৩০জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়৷ ৭৭জন গৃহশিক্ষক ও চিকিৎসককে প্রণব সেবা সম্মান প্রদান করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী দিব্যানন্দ, স্বামী ওমপ্রকাশানন্দ, বাসুদেব হালদার, মণীন্দ্রনাথ মন্ডল, গিরিধারী সাহা, অভিজিৎ বসু, আইনজীবী মানব সরকার, দেবব্রত দোলুই, পঞ্চায়েত প্রধান মাধুরী ঘোরামী, উপপ্রধান শুভজিৎ মন্ডল প্রমুখ।