স্বাধীনতা দিবস পালিত হল মামূন ন্যাশনাল স্কুল, পানাগড় গার্লস ক্যাম্পাসে 

নিজস্ব সংবাদদাতা : ৭৮ তম স্বাধীনতা দিবস মহাসমারহে পালিত হল  বিখ্যাত ইতিহাসবিদ্  মরহুম গোলাম আহমাদ মোর্তজা( রহ.) সাহেবের প্রতিষ্ঠিত মামূন ন্যাশনাল স্কুল এ। বিদ্যালয়ের এই অনুষ্ঠান শুরু হয় সকাল ন’টায়। উপস্থিত সকল ছাত্রীর সমবেত ভাবে জাতীয় সংগীত পাঠের মধ্য দিয়ে  পতাকা উত্তোলিত হয়। পতাকা উত্তোলন করেন আউসগ্রাম টু -এর ব্লক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী সেখ লালন সাহেব। এছাড়া উপস্থিত ছিলেন কোটা পঞ্চায়েতের প্রধান মাননীয়া ইন্দ্রানী চক্রবর্তী, উপপ্রধান মাননীয় সেখ আলাউদ্দিন, বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকা মন্ডলী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ। ব্লক সভাপতি সম্মানীয় সেখ লালন সাহেব ও কোটা পঞ্চায়েতের উপপ্রধান সেখ আলাউদ্দিন সাহেব আজকের দিন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তাঁরা আলোচনায় মরহুম গোলাম আহমাদ মোর্তুজা সাহেবের সমাজে অবদানের বিভিন্ন দিক, তাঁর শিক্ষা প্রসারে সুদূর প্রসারী ভূমিকা, মামূন ন্যাশনাল স্কুলের বর্তমানে বিস্তার ও অগ্রগতি এবং ছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নানা বিষয় নিয়ে সুন্দর  আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজি শিক্ষিকা পূজা সাউ। ছাত্রীদের কোরাস সংগীত ‘সারে জাহা
 সে আচ্ছা’ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।