স্বাধীনতা দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা

সেখ সামসুদ্দিন, ১৪ আগস্টঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেমারি শহরে ১০ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুপ্রিয় সামন্ত জানান আজ প্রায় পাঁচ শতাধিক শিশু অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকল শিশুদের হাতে টিফিন বক্স, কলম, চকলেট ইত্যাদি তুলে দেওয়া হয়। এছাড়াও তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, স্থান অর্জনকারীদের আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ থেকে পুরস্কৃত করা হবে।