স্বাধীনতা দিবস উপলক্ষে শক্তিগড় যুবগোষ্ঠীর বর্ণময় অনুষ্ঠান।

লুতুব আলি, বর্ধমান, ১৫ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে শক্তিগড় যুবগোষ্ঠীর বর্ণময় অনুষ্ঠান। দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পূর্ব বর্ধমানের শক্তিগড় যুবগোষ্ঠীতে বর্ণ ময় অনুষ্ঠান হয়। এদিন সকালে শক্তিগড় যুবগোষ্ঠীর প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিথ কুমার মালিক। অনুষ্ঠানের নান্দনিক সূচনা পর্যায়ের সকলকে স্বাগত জানান শক্তিগড় যুবগোষ্ঠীর সম্পাদক শেখ কামরুল হাসান। শারীরিক অসুস্থতার কারণে শক্তিগড় যুবগোষ্ঠীর সভাপতি শেখ রতন অনুষ্ঠানে আসতে না পারলেও শুভেচ্ছা জানিয়েছিলেন। অনুষ্ঠানে অ্যাডভান্স ট্রেনিং একাডেমির কর্ণধার সৌরভ মল্লিক এর পরিচালনায় বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিবেশিত হয়। শক্তিগড় যুবগোষ্ঠীর সম্পাদক শেখ কামরুল হাসান জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরই বর্ণ ময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল দলগুলি অংশগ্রহণ করে। ১৬ আগস্ট খেলা দিবস উপলক্ষে সকাল ১০ ঘটিকায় বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির আয়োজনে মহিলা প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।