|
---|
লুতুব আলি, বর্ধমান, ২৮ আগস্ট : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ধমানের গাছ গ্রুপের সবুজায়ন। পূর্ব বর্ধমান জেলার অগ্রজ ও স্বেচ্ছাসেবী সংগঠন গাছ গ্রুপ দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বর্ষ উপলক্ষে সারা বছর ধরে বৃক্ষরোপণ করে চলেছে। ২৮ আগস্ট বর্ধমানের উপকণ্ঠে প্যা মরা গ্রামে দ্বিতীয় পর্যায়ের বৃক্ষ শিশুর ওপন কর্মসূচি অনুষ্ঠিত হল। গাছ গ্রুপের পুরোধা গাছ মাস্টার নামে খ্যাত জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী এ দিনের বৃক্ষ শিশুরোপণের উদ্বোধন করেন। উল্লেখ্য, এই গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী মোঃ হোসেন তাঁদের তালপুকুর অস্বস্তি পুকুর পাড়ের ছত্রিশ বিঘা জায়গায় সবুজায়ন করার জন্য গাছ গ্রুপকে অনুমতি দিয়েছেন। এক সাক্ষাৎকারে অরূপ বাবু জানান, সমগ্র জেলা জুড়ে তাঁরা বৃক্ষরোপণ করে থাকেন। বিশেষ করে পাঁচ হাজার তালগাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বর্ধমান মহারাজা ধীরাজ উদয়চাঁদ উইমেন্স কলেজের অধ্যাপিকা ড. অনুপমা চৌধুরী বলেন, বিশ্ব উষ্ণায়ন কে মোকাবিলা করতে গাছ গ্রুপের মহতী উদ্যোগ খুবই প্রশংসার দাবি রাখে। এছাড়াও উত্তরবঙ্গ রায়গঞ্জ বনদপ্তরের ফরেস্ট রেঞ্জার সুকান্ত ওঝা, খণ্ডঘোষের শেয়ার রাসবিহারী স্যার রাসবিহারী ঘোষ মহা বিদ্যালয়ের অধ্যাপক ড. অংকুর কোনার, বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুহাস সামন্ত, বর্ধমান আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার দে এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন সহকারি বিদ্যালয় পরিদর্শক সুকল্যাণ বসু, গাছ গ্রুপের সদস্য শিক্ষক রাজেশ হালদার, শিক্ষক আজবেল মন্ডল, শিক্ষক বিমল মন্ডল, সমাজসেবী সুফি আলম মুন্সি, বিপদতারণ মিশ্র প্রমুখ।