স্বাধীনতা দিবসে প্রথম রক্ত দান শিবির হুকারহাটে

রহমতুল্লাহ, সাগরদিঘী : ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের হুকারহাট মোড়ে প্রথম রক্ত দান শিবিরের আয়োজন করে হুকারহাট যুবকবৃন্দ এবং তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট। এদিনের শিবিরে হুকারহাটের বাসিন্দা বিকাশ ভৌমিজ এবং তার- স্ত্রী কণিকা ভৌমিজ দুজনেই অন্ধ রক্ত দানে এগিয়ে আসেন। রক্ত জনিত সমস্যায় তার স্ত্রী কণিকা ভৌমিজের রক্ত দিতে পারেনি। স্থানীয় বাসিন্দা মনোজ সিং তার পরিবারের তিনজন মহিলা রক্ত দানে এগিয়ে আসেন তার স্ত্রী কাকলি সিং, মেয়ে মঙ্গলা সিং, এবং বৌদি স্বনকা সিং। শিবিরে উপস্থিত ছিলেন সাগরদিঘীর বিডিও সুরজিৎ চ্যাটার্জি, সাগরদিঘীর ওসি সুমিত বিশ্বাস, বি এম ও এইচ এ এম শামীম, ডাঃ ইসমাইল, সামায়ণ বিশ্বাস, দীনেশ সাহা, গোবিন্দ ভৌমিজ, গৌতম ঘোষ, ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম জানান হুকার হাটে প্রথম রক্তদান শিবিরে ৫১ জন রক্ত দাতা পেয়ে আমরা গর্বিত, আমি চাইবো আগামী যেকোনো উৎসবে রক্ত দান থাকুক, রীতিমতো শিবির হোতে থাকলে রক্তের প্রয়োজন হবেনা। এদিনের শিবির কে সাফল্যমন্ডিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুর্লভ বিশ্বাস,হায়াতুল বিশ্বাস, হায়দার আলী রাজা, শিলন হাজরা প্ৰমুখ। সমগ্র অনুষ্ঠান টি সুচারু রুপে সঞ্চলনা করেন মোদসসার হোসেন শান্তি ও রহমতুল্লাহ।