মুসলিম বিদ্বেষী স্বাধী প্ৰজ্ঞা ঠাকুরের হঠাৎ মুসলিম প্রীতি

জাকির হোসেন সেখ, ৬ জুন, নতুন গতি: গতকাল ঈদের দিন সকলকে চমকে দিয়ে হঠাৎই মিষ্টির প্যাকেট হাতে ঈদের শুভেচ্ছা জানাতে এক কাজী সাহেবের বাড়ি হাজির মালেগাঁও বিষ্ফোরণে অভিযুক্ত স্বাধী প্ৰজ্ঞা ঠাকুর। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ভোপাল কেন্দ্র থেকে তিনি বিজেপি দলের টিকিটে সাংসদ হয়েছেন। 

    লোকসভা নির্বাচনের আগে এবং সপ্তদশ লোকসভা নির্বাচন চলাকালীন তিনি বহুবার জাতীয় সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছেন। কখন‌ও গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে আসল দেশপ্রেমী বলেছেন তো কখন আবার তার অভিশাপে শহীদ হেমন্ত কারকরের মৃত্যু হয়েছে পর্যন্ত বলেছেন। আবার আদৌ তাঁর ক্যান্সার না তবুও বলেছেন গোমুত্রে তার ক্যান্সার সেরেছে। আর মুসলিমদের বিরুদ্ধে করা তাঁর প্রকাশ্য বিষোদ্গার তো বহুল চর্চিত এক বাস্তব। এভাবেই একের পর এক বিতর্ক তৈরী করেছেন তিনি।
    গতকাল বুধবার ঈদের দিন এ হেন বিজেপি সাংসদ হঠাৎই মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হন এক মুসলিম কাজীর বাড়িতে।
    যদিও সঙ্গে থাকা আজতক সাংবাদিককে স্বাধী প্ৰজ্ঞা বলেছেন, তার এই আগমন হঠাৎ করে নয়। আগে থেকে সিদ্ধান্ত নিয়েই তিনি ঈদ উৎসবে কাজী সাহেবের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন। সঙ্গের ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, কাজী সাহেবের পরিবারের মহিলা সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। বাড়ির শিশুদেরকেও আদর করেন। গাল টিপে দেন। গালে তুলে মিষ্টি খাওয়ান।
    সব দেখে সমালোচকরা এখন বলছেন, “লোকদেখানো মুসলিম প্রীতি সত্যি হলেই সকলের মঙ্গল।”