পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে সাদিকুল ইসলামের ঘোষণা

আসিফ রনি,নতুন গতি : গত বছর লকডাউনে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করে বিভিন্ন পত্র প্রতিকার শিরোনামে এসেছিলেন বীরভূমের যুবক সাদিকুল ইসলাম। এখন পর্যন্ত মানুষের বিভিন্ন বিপদে-আপদে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়ে আসছেন।

    করোনার দ্বিতীয় ঢেউ আসতেই ঊর্ধ্বমুখী সংক্রমণ। আংশিক লকডাউন চালু হয় রাজ্যে,বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন। পাশাপাশি সারাদেশে কমিয়ে দেওয়া হয় ট্রেনের সংখ্যা। এরই ফলে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা এখনো ছড়িয়ে-ছিটিয়ে আছেন দেশের বিভিন্ন প্রান্তে, ফিরতে পারেননি বাড়িতে।

    এদিকে আবার 30 শে মে পর্যন্ত দুই সপ্তাহ লকডাউনের পথে রাজ্য সরকার। রাজ্যের মধ্যে ট্রেন,মেট্রো,বাস পরিষেবা বন্ধ থাকবে (জরুরি পরিষেবা ব্যাতীত)। বন্ধ থাকবে ব্যক্তিগত গাড়ি চলাচল। ঠিক এমন অবস্থায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা খাবারের অভাব ও প্রশাসনিক হয়রানির শিকার যেন না হয় সে নিয়ে সাহায্যের ঘোষণা করেন করলেন তিনি। এ নিয়ে তিনি নিজের ফেসবুকে একটি পোস্ট করেন সেটি হুবহু তুলে ধরা হলো।

    ” ভারতের যেকোনো প্রান্তে যে কোনো রাজ্যের পরিযায়ী শ্রমিক খাবার এর অভাবে আছেন বা প্রশাসনিক অত্যাচার হচ্ছে জানতে পারলে দয়া করে আমাকে জানাবেন।। খাবার এবং প্রশাসনিক সাহায্য পৌঁছে দেওয়া হবে।।

    ওনারা কোথায় আছেন, কতজন আছেন, একজন দায়িত্বশীলের মোবাইল নম্বর আমাকে ইনবক্স করুন।।

    Please inform if you know any migrant workers from any state going hungry or on the way returning to their home state and facing police atrocities.
    Food and administrative support will be provided.

    Please inbox and those who know my number, please text with their location, number of people and one/two contact number.”

    এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য সাদিকুল ইসলাম কে ফেসবুকে ইনবক্স করে জানালেই বাড়িয়ে দেবেন সাহায্যের হাত।