|
---|
ফজলে এলাহি : ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস পালন করল কুশমোড় রুরাল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট সোসাইটি’, ‘মানব বন্ধন মঞ্চের’ চেয়ারম্যান সেখ সাবির আহমেদ এর অনুপ্রেরণায়। কর্মসূচী ছিল পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, শিশুদের আবৃত্তি, উপহার প্রদান, মাক্স বিতরণ এবং সম্পূর্ণ বিনামূল্যে হোমিও চিকিৎসা ও ওষুধ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহঃ আলী মহাশয় (শিক্ষক-আমাইপুর মাদ্রাসা), প্রত্যেক শিশুদের গল্পের বই উপহার দেওয়া হয়, প্রায় ৪০ জন মানুষ হোমিও চিকিৎসা করান এবং চিকিৎসক ছিলেন ডাক্তার মুস্তাক আহমেদ ও তাঁকে সহযোগীতা করেন শিক্ষক সজল দাশ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বাউল শিল্পী প্রকাশ মুখার্জি মহাশয়, শিল্পী শিশির চ্যাটার্জি মহাশয় ইত্যাদি তাঁরা গানের মাধ্যমে করোনা সচেতনতার প্রচার করেন।