‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচারে সেরা পুরস্কার

সেখ সামসুদ্দিন, ১০ অক্টোবরঃ পূর্ব বর্ধমান জেলা পুলিশের নজরে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রতিযোগিতায় মেমারি থানার গন্তার চন্ডীতলা বারোয়ারী পুজো কমিটির প্রচার প্রথম স্থান অর্জন করে। আজ ঐ পুজো কমিটির হাতে একটি ট্রফি ও ৪৫ হাজার টাকার চেক প্রতীকি তুলে দেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ অফিসার অভিষেক মন্ডল, মেমারি থানার ওসি দেবাশীষ নাগ ও মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। গন্তার চন্ডীতলার সামনে রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘সেফ লাইফ সেভ ড্রাইভ’ প্রচারে যেভাবে দুর্ঘটনার চিত্র ফুটিয়ে তুলেছে তাতে করে প্রথম স্থান অর্জন করায় নয় বাস্তবিক তারা বাহবা পাওয়ার যোগ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, গোপ গন্তার ১ গ্রাম পঞ্চায়েতের সদস্য রুপালী চ্যাটার্জী, মেমারি থানার সেকেন্ড অফিসার বিশ্বনাথ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সেভ লাইফ সেভ ড্রাইভের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসডিপিও, ওসি এবং বিধায়ক পথ চলতি হেলমেট বিহীন মোটরবাইক চালকদের হেলমেট প্রদান করেন ও সতর্ক করেন এবং পুজো কমিটির অনুষ্ঠান মঞ্চে দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র প্রদান করেন।