|
---|
জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর নির্দেশে সব জায়গায় সঙ্গে জেলা পুলিশের উদ্যোগে দু’মাস ব্যাপী “সেফ ড্রাইভ, সেভ লাইভ” অনুষ্ঠান শুরু হল জলপাইগুড়িতে। এই উপলক্ষে বুধবার শহরের বড় পোস্ট অফিস মোড় থেকে একটি সচেতনতামূলক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুরসভার প্রয়াস হলে শেষ হয়। র্যালীতে পুলিশ আধিকারিকেরা , অফিসার, কর্মী ও স্কুল পড়ুয়ারা উপস্থিত ছিলেন। এদিন পুরসভার প্রয়াস হল ঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অন লাইন খাবার সরবরাহ কারী দশজন কর্মীকে হেলমেট তুলে দেওয়া হয়। এছাড়া আনন্দ চন্দ কলেজ ও প্রসন্ন দেব মহিলা মহাবিদ্যালের কয়েকজন ছাত্রীদের হেলমেট তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি আন্নাপাই, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জলপাইগুড়ি বিধায়ক প্রদীপ কুমার বর্মা, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী , জেলা সভানেত্রী মহুয়া গোপ সহ অন্যান্যরা ।