বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে “সেফ ড্রাইভ সেভ লাইভ” কর্মসূচি পালন

নতুন গতি প্রতিবেদক : নিরাপদ পথ যাত্রা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর ভাবনাপ্রসুত প্রকল্প “Safe Drive Save Life” এর যাত্রা শুরু আজ থেকে, চলবে আগামী ৩১শে জানুয়ারি ২০২২। আয়োজনে বারুইপুর পুলিশ জেলা। আজ কামালগাজী বাইপাস কানেক্টরে সিভিক ভল্যান্টিয়ার এবং পুলিশ কর্মী সহ এক বাইক রাল্যির আয়োজন করা হয় একই সঙ্গে অল্পসময়ের জন্য সচেতন মূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। পাশাপাশি পুলিশ কর্মীরা বাইক যাত্রী থেকে যান চালকদের নিরাপদ পথ যাত্রা সম্পর্কে সচেতন করেন। সঙ্গে একাধিক গাড়িতে পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইভ স্টিকার লাগানো হয়।

    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস পি শ্রী বৈভব তিওয়ারি, এ এস পি মাকসুদ হাসান, ডি এস পি, ডি এ বি সুপ্রভাত চক্রবর্তী, ডি এস পি ট্রাফিক সৌম্য শান্ত পাহাড়ী, আই সি নরেন্দ্রপুর অনির্বান বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর অতিন্দ্রনাথ মুখার্জী, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলি মন্ডল এবং ২৯ নং ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর অভ্র মুখার্জী। এছড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী অসীমা দে, দেবাশীষ দাস প্রমুখ।

    সব শেষে বার্তা, সবাই সাবধানে রাস্তায় চলাচল করুন। নিজে সুরক্ষিত থাকুন আর অপরকেও সুরক্ষিত রাখুন।