|
---|
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: আজ ৮ ই জুলাই বীরভূম জেলা পুলিশ ও লোকপুর থানার উদ্যোগে “সেফ ড্রাইভ, সেভ লাইফ”বিষয়ে আলোচনা সভা ও পদযাত্রা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “সেফ ড্রাইভ , সেভ লাইফ” অন্যান্য জেলায় কিছুটা হলেও পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় প্রকল্পের অগ্রগতি হয়েছে বলা ভালো দূর্ঘটনা অনেক রোধ করা বা কমে গেছে কিন্তু বীরভূমের ক্ষেত্রে তাহা অনেক যোজন দূরে বলে খোদ মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে ক্ষোভ ব্যক্ত করেন এক প্রশাসনিক বৈঠকে। সেই সমস্ত কথার রেশ ধরে সম্প্রতি বীরভূমে ও নতুন উদ্যমে শুরু হয়েছে দূর্ঘটনা রোধে প্রচার ও সচেতনতা বৃদ্ধির কাজ।এদিন সিভিক ভলিন্টিয়ারদের সক্রিয় সহযোগিতায় লোকপুর থানা চত্বর থেকে সাবধানে চালান, জীবন বাঁচান, হেলমেট ব্যবহার করুন, গাড়িতে থাকা অবস্থায় হেডফোন বা মোবাইল ফোন ব্যবহার না করা ইত্যাদি শ্লোগান লেখা প্লেকার্ড ও ব্যানার সহযোগে লোকপুর গ্রামে পদযাত্রা করা হয়।পরে লোকপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে “সেফ ড্রাইভ,সেভ লাইফ”বিষয়ে পাঠদান করেন লোকপুর থানার এস,আই রবীন্দ্রনাথ দে ও অপর এস,আই শান্তনু মন্ডল। উপস্থিত ছিলেন শিক্ষক সোমনাথ ধীবর, শিক্ষিকা লীনা দাস প্রমুখ।পথ চলা, গাড়ি চালানোর নিয়ম শৃঙ্খলা ইত্যাদির উপর আলোকপাত করেন। সেই সংগে সামাজিক ও মানবিক দিক দিয়ে দূর্ঘটনার খবরে যেন সকলকে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান, সেই সঙ্গে পুলিশের কাজে ও সহযোগিতার জন্য বলেন।স্কুলে পাঠদান করার কারণ হিসেবে উল্লেখ করেন পুলিশরা যে কথা পাঁচবার বলবে শিক্ষকদের একবার কথা বলাতেই অনেকটা অভ্যাসে পরিণত হয় যার জন্য মূলত পড়ুয়াদের নিয়ে আলোচনা সভা।”সেভ ড্রাইভ, সেভ লাইফ” শ্লোগানটি বারকয়েক সকলে একত্রে আওয়াজে মুখরিত করে তোলেন এবং সভার কাজ সম্পন্ন করা হয়।