|
---|
আর এ মণ্ডল : বাঁকুড়া জেলার এক অন্যতম শতবর্ষ অতিক্রান্ত হওয়া উল্লেখযোগ্য “রসুলপুর হাই মাদ্রাসা (উচ্চ মাধ্যমিক)” বিগত বছরগুলোর ন্যায় এ বছরও মাদ্রাসা ফাইনাল পরীক্ষার মূল্যায়ন ভিত্তির ফলাফলে সাফল্যের শীর্ষে থাকা পরীক্ষার্থীদের মধ্যে স্থান করে নিয়েছে আসরফী নাসরিন, প্রাপ্ত নাম্বার ৭৯০. মাননীয়া মুখ্যমন্ত্রী কর্তৃক পাঠানো শুভেচ্ছা বার্তাটি পাত্রসায়ের ব্লক থেকে আনুষ্ঠানিকভাবে সম্ভবর্ধনার মাধ্যমে আসরফীর হাতে তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন বি ডি ও নিবিড় মণ্ডল, জেলা সংখ্যালঘু দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুবীর দাস এবং অন্যান্য বিশিষ্টজনরা। বিগত ঐতিহ্যর ধারাবাহিকতা বজায় রেখে আরও এক ছাত্র শাহ তৌসিফ হাসানের প্রাপ্ত নাম্বার ৭৮৩ ও ছাত্রী সালমা খাতুনের নাম্বার ৭৬৪.উল্লেখ্য যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করারও রেকর্ড আছে।
উচ্চ মাধ্যমিকে উন্নীত রসুলপুর হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবু সালেহ জানান যে, ছাত্রী হিসেবে আসরফী খুবই ভালো এবং তৌসিফ ও সালমাও ভালো। ওরা এই মাদ্রাসাতেই পড়তে চায়। আশা রাখি উচ্চ মাধ্যমিকেও এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুন্ন থাকবে।