সাগর ব্লকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মশালায় -বিজেপিকে তুলোধোনা সাংসদ বাপির!

নুরউদ্দিন:দক্ষিণ ২৪ পরগনা : সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ রাজনৈতিক কর্মশালা। কর্মশালায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ তথা সুন্দরবন জেলার বি এল এ -১ বাপি হালদার। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব সহ বহু কর্মী-সমর্থক।

    এই কর্মশালায় সাংসদ বাপি হালদার বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, যেখানে বিজেপি ক্ষমতায় নেই, সেখানেই এস আই আর হচ্ছে। ভারতবর্ষে আগামী এক বছরে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। কেরালা, আসাম সহ পাঁচ রাজ্যের মধ্যে চারটিতেই বিজেপি ক্ষমতায় নেই, অথচ সেই চার রাজ্যেই এস আই আর কার্যকর করা হয়েছে। কিন্তু আসাম, যেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, সেখানে কেন এস আই আর হচ্ছে না?

    সাংসদের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, বিজেপি ইচ্ছাকৃতভাবে বাংলার মানুষকে আতঙ্কিত ও বিভ্রান্ত করার রাজনীতি করছে। তিনি বলেন, বাংলার মানুষকে বিপদে ফেলতে, তাদের নাগরিক অধিকার কেড়ে নিতে বিজেপি সরকার একের পর এক চক্রান্ত করছে। বাংলার মানুষকে বিদেশি তকমা দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দেব না।

    মন্ত্রী- বঙ্কিম হাজরাও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, বিজেপি উন্নয়নের রাজনীতি করে না, তারা বিভেদের রাজনীতি করে। দিনভর এই রাজনৈতিক কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়-রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প, আসন্ন নির্বাচন, এবং কেন্দ্রের বিভাজনমূলক নীতির বিরুদ্ধে একযোগে লড়াইয়ের অঙ্গীকার নেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা।