|
---|
রহমতুল্লাহ সাগরদিঘী : ২০- ২৫জানুয়ারী২০২০, মুর্শিদাবাদের সাগরদিঘীতে ৬ দিন ব্যপী শুরু হয় পুষ্প মেলা, সাগরদিঘী পুষ্প কমিটির পরিচালনায়, দুপুর ২ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, উক্ত পুষ্প মেলা বৈকাল ৪ টায় শুভ উদ্বোধন করেন মাননীয় শ্রী জগদীশ প্রসাদ মীনা IAS(জেলা শাসকও জেলা সমাহর্তা,মুর্শিদাবাদ) এবং প্রধান অতিথি উপস্থিত ছিলেন ওয়াই রঘুবংশী,ISP (পুলিশ সুপার, জঙ্গীপুর) এছাড়াও মাননীয় সুদীপ্ত পোড়েল WBCS(Exe), সাগরদিঘীর বিধায়ক শ্রী সুব্রত সাহা, খলিলুর রহমান সাংসদ- জঙ্গীপুর প্রমুখ । উক্ত মেলায় বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে যেমন সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, গান,নাটক ইত্যাদি, মেলায় চোখে পরার মতো দৃশ্য ছিল বিভিন্ন রকমের ফুল, উক্ত মেলা উৎসবটি কবি সম্মেলনের মধ্যদিয়ে শেষ হবে।