সাগরদিঘী ব্লক বিডিও এর উদ্যোগে রক্ত দান শিবির

রহমতুল্লাহ, সাগরদিঘী : মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠনরা প্রায় রক্ত দান শিবির করে থাকে। কেউ জন্মদিন উপলক্ষে আবার কেউ মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর তাগিদে। ২৪ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিন আবারও সাগরদিঘী ব্লক আধিকারিক শ্রী সুরজিৎ চ্যাটার্জী মহাশয়ের ব্যাবস্থাপনায় এবং সাগরদিঘী ব্লকের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনদের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন হয়, সাগরদিঘী বিডিও অফিসের কমিউনিটি হলে। এদিন শিবিরে বিশেষ অতিথিদের হিসাবে উপস্থিত ছিলেন সাগরদিঘীর ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সুমিত বিশ্বাস, সাগরদিঘী সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ চ্যাটার্জী। শিবিরে মোট ৩৫ জন রক্ত যোদ্ধা রক্তদানে এগিয়ে আসেন। রক্তদানে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের উপস্থিত ছিলেন সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠন, তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট, উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠন। সাগর দিঘীর সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুরজিৎ চ্যাটার্জী সকল স্বেচ্ছাসেবী সংগঠান এবং ক্লাবের সদস্যদের অজস্র ধন্যবাদ জানিয়েছেন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য।