সাগরদিঘী ব্লকের পিল্কী এলাকার ব্রিজের বেহাল দশা

রহমতুল্লাহ, সাগরদিঘী : একেবারে বেহাল দশায় পড়ে আছে মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের পিল্কী এলাকার ব্রিজ। যে কোনো মুহূর্তে ব্রিজটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা। ব্রিজের একপাশের রেলিং ভেঙে গেছে। ব্রিজের মধ্যস্থলে লোহার রড দেখা যাচ্ছে। মাঝের অংশে আর ঢালাইয়ের অবশিষ্ট নেই।ব্রিজের মধ্যস্থলের বিশাল অংশে গর্তের সৃষ্টি হয়েছে। এই কারণে এই ব্রিজ দিয়ে বড়ধরণের গাড়ি চলাচল আর করছে না। ছোট গাড়িও প্রাণের ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছে। অথচ গোপালপুর, বালাগাছি, রামনগর, বালানগর সহ বিভিন্ন এলাকার থেকে সাগরদিঘী যাওয়ার জন্য এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন এই এলাকার মানুষদের এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় মানুষদের অভিযোগ, প্রায় একবছরের বেশি সময়ে থেকে পিলকি এলাকার এই ব্রিজটি ভেঙে পড়ে আছে। কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই।