সাগরদিঘী কলেজে বিজয়া সম্মেলনী ও যোগদান সভা

রহমতুল্লাহ, সাগরদিঘী : সোমবার রাজ্য তৃণমূলের নির্দেশে বিভিন্ন ব্লকে দূর্গাপুজোর পর বিজয়া সম্মেলনী করা হচ্ছে। অন্যান্য ব্লকের পাশাপাশি সাগদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে বিজয়া সম্মেলনী করা হলো সোমবার। এদিন সাগরদিঘী কামদা কিঙ্কর স্মৃতি মহাবিদ্যালয় অর্থাৎ সাগরদিঘী কলেজে বিজয়া সম্মেলনী করা হয়। বিজয়া সম্মেলনীর পাশাপাশি সাগরদিঘী বিধানসভার বিভিন্ন অঞ্চলের বাম, কংগ্রেস, বিজেপি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা আনুমানিক চার থেকে পাঁচ হাজার কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র তন্ময় ঘোষ, জঙ্গিপুরের সাংসদ তথা জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সুতির বিধায়ক ঈমানী বিশ্বাস, সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান সহ অন্যান্যরা।