|
---|
সংবাদদাতা : দুঃস্থ অসহায়দের খবর আসলেই ছুটে যাচ্ছে বিভিন্ন গ্রামে সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠন এমন সময় সাগরদিঘী ব্লকের বাড়ালা অঞ্চলের শিমুলতলা গ্রামে রেললাইনের ধারে এক কলোনিতে কিছু পরিবার বসবাস করে এই লক ডাউনের জন্য কাজ বন্ধ তারা দিন খাটে দিন খায় এমন সময় তাদের পাশে দাঁড়ালো সাগরদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান অরূপ মণ্ডল মহাশয় ও সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
তারপর রীতিমতো গোল গোল করে দাগ দিয়ে দুরত্ব বজায় রেখে সাধ্যমত খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এবং বাচ্চাদের চকলেট বিস্কুট দিয়ে সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হয় অনুরোধ করা হয় অতি প্রয়োজন ছাড়া যেন বাড়ি থেকে না বের হয়।।