|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানায় কয়েক মাস আগেই ওসি পদে জয়েন্ট হয়েছেন বিজন রায়, তার পর থেকেই সাগরদিঘী থানার প্রতিটি অঞ্চলে ঘুরে ঘুরে দুঃস্থ অসহায় মানুষদের খুঁজে বের করে তাঁদের পাশে দাঁড়ায়, এবং খাবার সামগ্রী তুলে দেন। সেই মোতাবেক দিনকয়েক আগে সাগরদিঘীর জগদল গ্রামে এক কর্মসূচী নিয়ে পৌঁছে যায় মুর্শিদাবাদের এক অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগারদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট আর তখনই ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের চোখে পড়ে যায় এক অত্যন্ত দুঃস্থ অসহায় পরিবার, যার তিনটে শিশুই শারিরীক ভাবে প্রতিবন্ধী এবং পিতা মসু দেওয়ান একজন টোটোচালক ,সে তার স্ত্রী ও প্রতিবন্ধী তিন বাচ্চাদের নিয়ে খুব কষ্ট করেই সংসার চালাই । এবং তাদের থাকার যোগ্য সেইরকম কোনো বাসস্থান পর্যন্ত নেই। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস সেই দুঃস্থ পরিবারের কোনরূপ সাহায্যার্থের কথা মাথায় রেখে সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিজন রায় কে জানালে , সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও বিজন রায়ের বিশেষ সহযোগিতায় উনাদের থাকার জন্য একটি পাকা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেন ,পাশাপাশি সেই পরিবারের মাসিক রেশন-পানি খরচও বহন করা হবে বলে তাদের জানানো হয়। তারপরই যেমন কথা তেমন কাজ সাত দিনের মধ্যেই একটি বাড়ি নির্মাণের কাজ শুরু হয়ে যায়। যার শুভলগ্নে নারকেল ফাটিয়ে শুরু হয়ে যায় ভিত নির্মাণের কাজ। ভিত নির্মাণের শুভারম্ভে উপস্থিত ছিলেন বিজন রায় মহাশয় উনার স্ত্রী ও পুত্র বিপ্র রায়, সাথে ছিলেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস এবং অন্যান্য সদস্যরা। সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন আমরা আমাদের সাধ্যমত যতটুকু সম্ভব আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং আগামী দিনেও এভাবে আমরা কাজ করে যাবো।