|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : পুলিশ-জনসাধারণের সম্পর্ক আরও মজবুত ও সদর্থক করে তোলার লক্ষ্যে জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে সাগরদিঘী থানার অন্তর্গত মোরগ্রামে অনুষ্ঠিত হলো একটি জনসংযোগ শিবির। ‘পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট সেল’-এর আওতায় আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন পুলিশ আধিকারিকেরা, বিশেষ করে নারী পুলিশ সদস্যদের ছিল চোখে পড়ার মতো সক্রিয় ভূমিকা।
শিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সাইবার নিরাপত্তা, মাদক বিরোধী সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীদের নিরাপত্তা বিষয়ে। বক্তব্য রাখেন অভিজ্ঞ পুলিশ আধিকারিকরা, যারা বাস্তব উদাহরণ ও সহজবোধ্য ভাষায় উপস্থিত মানুষদের গুরুত্বপূর্ণ বার্তা দেন।
গ্রামের ছোট থেকে বড়, ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক, গৃহবধূ, যুবক-যুবতী সকলের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ শিবিরকে এক প্রাণবন্ত ও ফলপ্রসূ উদ্যোগে রূপান্তরিত করে। প্রশ্নোত্তর পর্বে গ্রামের মানুষজন নানা বিষয়ে সরাসরি পুলিশদের সঙ্গে কথা বলেন, নিজেদের উদ্বেগ ও মতামত প্রকাশ করেন।
এই উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশ-জনগণের পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতার সেতুবন্ধন গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।