|
---|
রেজিনা খাতুন, সাগরদিঘী : জুলাই মাসে সাগরদিঘী তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট ৫টি রক্ত দান শিবির হাতে নিয়েছে গত ১৪ই জুলাই কাবিলপুরে প্রথম শিবির হয়েছে এবং আজকে শনিবার দ্বিতীয় শিবির হলো সাগরদিঘীর উলাডাঙ্গা নবদ্বয় সংঘের এর পরিচালনায়। রোদ কে উপেক্ষা করেই ফুটবল মাঠের পাশেই আম বাগানের তলায় এদিনের রক্তদান শিবির সম্পন্ন হয়। এদিনের শিবিরে ১৮জন মহিলা সহ মোট ১০১ জন রক্তদাতা রক্ত দানে এগিয়ে আসেন। উপস্থিত ছিলেন কাবিলপুর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শব্দর আলী, মিশন গ্রিন ইউনিভার্স এর কর্ণধার রামচন্দ্র দত্ত, হুমায়ুন কবির, হায়দার আলী, জাহাঙ্গীর সেখ প্ৰমুখ। তরঙ্গ ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম বলেন উলাডাঙ্গা যুব সংঘ কথা দিয়েছিলেন তাড়া স্বতঃস্ফূর্তভাবে উলাডাঙ্গা বাসী রক্তদান শিবিরে এগিয়ে আসবেন এবং সম্ভাব্য ১০০ জন রক্ত দাতা হবে সে মোতাবেক ১০১ জন রক্ত দাতা হয়েছে। প্রত্যেক রক্তদাতাদের হাতে রক্ত যোদ্ধা সম্মাননা, সার্টিফিকেট, চারা গাছ তুলে দেওয়া হয়।সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চলনা করেন সবুজ বার্তা সংবাদ পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ।