|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : গত বছরের আমফানের জের কাটতে না কাটতে ইয়াসে ক্ষতিগ্রস্থের তালিকায় সুন্দরবন এলাকারও নাম রয়েছে। পশ্চিমবঙ্গের উপর আছড়ে পড়া ভয়াবহ ঘূর্ণি ঝড় ইয়াসের বিপর্যয়ে প্রায় লণ্ডভণ্ড হয়েগিয়েছে রাজ্যের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা সহ বেশ কিছু জেলা। ইয়াসের তান্ডবে কেড়ে নিয়েছে বহু মানুষের মাথাগোজা ঠাঁই, অনেক বাড়ি জলের তলায়, ভেঙেছে অনেক নদীনালার বাঁধ ক্ষতিগ্রস্ত বহু এলাকাবাসী, আমরা দেখেছি বহু সংগঠন ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছেন। এইসব দৃশ্য দেখে, মুর্শিদাবাদের সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা ৩০ শে জুন বুধবার সুন্দরবন এলাকায় ভয়াবহ ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্থদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় ট্রাস্টের সদস্যরা, জঙ্গীপুর পুলিশ জেলা তথা সাগরদিঘী থানা এবং সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং সুন্দরবন কোস্টাল থানার ব্যবস্থাপনায়।
এদিনের কর্মসূচি সফল হয়। ট্রাস্টটের সম্পাদক সঞ্জীব দাস বলেন কিছু দিন আগে আমরা পূর্ব মেদিনীপুর এলাকায় ত্রাণ নিয়ে গিয়েছিলাম সেখানে ২০০ শো ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ বিলি করেছি, সে মোতাবেক আমরা ২০ জন সদস্য এসেছি সুন্দরবন এলাকায়, এবং আমরা ২০০ শো মানুষদের হাতে ত্রাণ বিলি করলাম, এবং যে সব ত্রাণ বিলি করলাম এগুলোর মধ্যে ছিলো- চাল, তেল, ডাল, চিনি, আলু, পিঁয়াজ, মুড়ি, বিস্কুট, বাচ্ছাদের জন্য কেক এবং মাস্ক। তাদের কিছু শুকনো খাবার তুলেদিতে পেরে সত্যি আমরা আপ্লুত। আমরা যেন সবসময় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এভাবেই থাকতে পারি এই আশা রাখছি। এদিন ট্রাস্টে সদস্য মির্জাজাজবুল, সুমন সরিফ, মির্জা মিনহাজুদ্দিন, সাহিল মল্লিক, মতিউর মল্লিক, সামাদ সেখ, সবুজ বার্তা পত্রিকার সম্পাসক রহমতুল্লাহ প্রমুখ। সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে সুচারুরূপে শুকনো খাবার তুলেদেন। খাবার পেয়ে স্থানীয় এলাকাবাসীরা ট্রাস্টের সদস্যদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।