সাগরদিঘি তাপবিদ্যুৎ প্রজেক্ট বিভাগীয় কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

রবিউল ইসলাম,সাগরদিঘি : করোনা অতিমারির আঘাতে তছনছ স্বাভাবিক জীবন। চলছে মৃত্যু মিছিল, অক্সিজেন ও হাসপাতালের বেড সংকট। পাশাপাশি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকে আরেকটি ভয়ঙ্কর সংকট আকার ধারণ করেছে তা হল রক্তের সংকট ! সারা রাজ্য জুড়ে চলছে রক্তের সংকট। এই রক্তের সংকট কাটাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের ব্যবস্থাপনায় মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ প্রজেক্ট বিভাগীয় কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সোমবার। এদিনের রক্তদান শিবিরে মোট ১৯১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এইভাবে যদি প্রতিনিয়ত রক্তদান শিবিরে সবাই এগিয়ে আসে, তাহলে রক্তের শূন্যতা কিছুটা হলেও কমবে। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাগরদিঘি তাপবিদ্যুৎ প্রজেক্ট বিভাগীয় কমিটির সেক্রেটারি সমানেন্দ্র পর্বত,জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, আমিরুল ইসলাম, নিতাইপদ চক্রবর্তী, হাবিব পারভেজ ও কোলাঘাট, বক্রেশ্বর এবং কলকাতাসহ বিভিন্ন পাওয়ার স্টেশনের প্রতিনিধিরা।