|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : প্রতি বছরের ন্যায় এবছরও সাগরদিঘী থানা পাড়া কালী পূজো কমিটির উদ্যোগে এবং সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারীক বিজন রায়ের উদ্যোগে কালীপূজো উদ্বোধন হয় সাগরদিঘী থানা প্রাঙ্গনে, বৃহস্পতিবার ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে কালীপূজো উদ্বোধন করেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায়, উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি মোঃ শামীম, পি ডি সি এল এর জি এম এর জি এম অলক মাইতি, সাগরদিঘীর সমষ্টিউন্নয়ন আধিকারীক সঞ্জয় শিকদার, সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান, সাগরদিঘীর ব্লক সভাপতি নূরে মেহবুব আলম, বিশিষ্ট অভিনেতা রবীন দত্ত, সংগীত শিল্পি সচিন পাল, সংঙ্কর ভকত, প্ৰাক্তন প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক, পরিতোষ বন্দ্যোপাধ্যায় প্ৰমুখ। প্রতি বছরের ন্যায় এ বছরও দীপাবলি উৎসব উপলক্ষে থাকছে সাংস্কৃতিক আয়োজন ও বিচিত্রা অনুষ্ঠান।