|
---|
রবিউল ইসলাম, সাগরদিঘি : একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে বাংলার রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল ‘ খেলা হবে ‘। ভোট পরবর্তী সময়েও কমেনি সেই খেলা হবে জনপ্রিয়তা।একুশের ভোট প্রচারে বেরিয়ে বার বার খেলা হবে বলতে শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একই পথ অনুসরণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতারাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই শহীদ দিবসের মঞ্চে ঘোষণা করেছিলেন ১৬ অগাষ্ট ‘খেলা হবে’ দিবস পালন করা হবে। গত ৬ অগাষ্ট নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী ‘খেলা হবে দিবস’এর সূচনা করেন। ১৬ অগাষ্ট অর্থাৎ সোমবার রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিভিন্ন জেলায় জেলায়, ব্লকে ব্লকে, পৌরসভাসহ অনেক জায়গায় ‘খেলা হবে’ দিবস পালন করা হয়। রাজ্যের সাথে তাল মিলিয়ে সাগরদিঘি ব্লকের সাগরদিঘি এস এন হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হয় ‘খেলা হবে’ দিবস।এদিন’খেলা হবে দিবস’ এর শুভ উদ্বোধন করেন সাগরদিঘির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত সাহা,ওসি সুমিত বিশ্বাস, ব্লক যুব সভাপতি কিসমত আলি, ভারতী হাঁসদা ও অন্যান্যরা। এদিন খেলা হবে দিবসে ফুটবল প্রতিযোগিতা ও ফুটবল বিতরণের আয়োজন করা হয় । সাগরদিঘি ব্লকের ১১টি অঞ্চলের দল ও বক্লের আরো ১টি দল মিলিয়ে মোট ১২টি দল অংশগ্রহণ করে। ব্লকের ১১টি অঞ্চলের মধ্যে বারালা অঞ্চল দলকে ১-০ গোলে হারিয়ে পাটকেলডাঙ্গা অঞ্চল দল জয়ী হয়। খেলা শেষে জয়ী এবং বিজয়ী দলকে ট্রফি তুলে দেওয়া হয়।পাশাপাশি এদিন ব্লকের বিভিন্ন ক্লাবকে ফুটবল বিতরণ করা হয়।