কৃষক পরিবারের সন্তান সাহাদুল ও তিতলি ডাক্তার হতে চায়

 

    নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ডাক্তার হতে চায় চুয়াডাঙ্গা হাইস্কুলের দুই কৃতি ছাত্র-ছাত্রী তিতলি খাতুন ‌ও সাহাদুল খাঁন। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের ছাত্রী, রাজারবাগান গ্রামের বাসিন্দা তিতলি খাতুন এবারের মাধ্যমিকে সবকটি বিষয়ে লেটার্স মার্কসসহ ৬১৬ পেয়েছে। তিতলির ইচ্ছা বিজ্ঞান বিভাগে পড়ে ডাক্তার হওয়া।তিতলির প্রিয় বিষয় ইংরেজি ও অংক।বাবা রসুল খাঁন কৃষক,মা আফিফা বিবি গৃহবধু। দু-ভাই বোনের মধ্যে তিতলি ছোট। বিজ্ঞান বিভাগে পড়া এবং পরবর্তী কালে উচ্চ-শিক্ষার খরচ নিয়ে চিন্তায় রয়েছে পরিবার।

    অন্যদিকে এই একই বিদ্যালয়ের ছাত্র রাজারবাগন গ্রামের বাসিন্দা সহাদুল খাঁন এবার মাধ্যমিকে ইংরেজি ও ভুগোল বাদে সব বিষয়ে লেটার মার্কস সহ ৫৯০ পেয়েছে। সাহাদূলের প্রিয় বিষয় অংক ও ভৌত বিজ্ঞান । সাহাদুল বিজ্ঞান নিয়ে পড়ে ভবিষ্যতে ডাক্তার হতে চায়।সাহাদুলের বাবা সারমান খাঁন চাষবাসের কাজর পাশাপাশি বিড়ির ছোট ব্যবসা করেন।মা আনসুমা বিবি গৃহবধু। তিন ভাই-বোনের মধ্যে সাহাদুল ছোট।বড়দির বিয়ে হয়ে গেছে।সাহাদুলের ছোটদি কাইসমা খাতুন মেদিনীপুর কলেজে বাংলা অনার্সে পড়ে। সাহাদুল ইতিমধ্যে মুর্শিদাবাদে আল-আমীন মিশনের বেলডাঙা শাখায় ভর্তি হয়ে আছে। পড়াশোনার খরচ নিয়ে চিন্তায় রয়েছে সাহাদুলের পরিবার। বিদ্যালয়ের দুই পরীক্ষার্থী তিতলি ও সাহাদুলের রেজাল্টে খুশি চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া জানান,তাঁরা আশা করেছিলেন তাঁদের এই ছাত্র-ছাত্রী আরও একটু ভালো রেজাল্ট করবে, তবুও ওরা যেটা করেছে সেটা যথেষ্ট কৃতিত্বের এবং এতে ওঁরা খুশি। এই দুই ছাত্র-ছাত্রী পড়াশোনার বিষয়ে কেউ সাহায্য করতে চাইলে ৯৯৩৩০৩০১৮৮ বা ৯৪৩৪২০৫০৭৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।