|
---|
নীলাঞ্জন,কলকাতা : আজ শহীদ বসন্ত বিশ্বাসের ১০৮তম আত্মোৎসর্গ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে। শহীদ বসন্ত বিশ্বাসকে নিয়ে বিশেষ বক্তৃতা দিলেন অবসরপ্রাপ্ত জেলা জজ্ শ্রী বৃন্দাবন মন্ডল, পঃ বঃ সরকারের কারামন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস যিনি শহীদ বসন্ত বিশ্বাসের ভ্রাতুষ্পুত্র, নেতাজী গবেষক ডঃজয়ন্ত চৌধুরী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সুরঞ্জন মিদ্দে, শরৎ বসুর দৌহিত্র শ্রী অভিজিৎ রায় এবং সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ শিশুতোষ সামন্ত।