|
---|
আলিফ ইসলাম : ৩১ডিসেম্বর, বৈঁচি বছরের শেষ দিন বিকাল ৩ টায় হূগলি জেলার বৈঁচি স্টেশন সংলগ্ন বাঁটিকা বালিকা বিদ্যালয়ে বঙ্গ সাহিত্য সংস্কৃতি সমন্বয় সমিতির ঘরোয়া সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে রাজ্য সম্পাদক সৌমিত্র চ্যাট্টার্জীর সঞ্চালনায় প্রায় অর্ধশতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ, বক্তব্য, আলোচনা ও সঙ্গীত পরিবেশন করেন । অনুষ্ঠানে সভার সভাপতি ধীরেন্দ্রনাথ রায়, গোপাল চন্দ্র চক্রবর্তী, সংগ্ৰাম মল্লিক, সেখ নসরৎ আলি, বিমল চন্দ্র পাল, মৈত্রেয়ী ব্যানার্জী, রমলা মুখার্জী, সুফি রফিক উল ইসলাম, বিভু মুখার্জী, রাম পাত্র, হরেন্দ্র নাথ গোস্বামী, অশোক কুমার রায়, নাসিমা বানু, শিব শংকর বক্সী, সন্ধ্যা রং, তনুশ্রী রায়, জয়ন্তী প্রামানিক, সুজাতা বক্সী, বিমল বসু, বাসুদেব দাস, অমরপ্রসাদ বক্সী প্রমুখ উপস্থিত ছিলেন।