|
---|
সেখ সামসুদ্দিন, ১ জানুয়ারিঃ মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেমারি নতুন বাসস্ট্যান্ডে সারাদিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। সকালে দলীয় পতাকা উত্তোলন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি স্বপন ঘোষাল সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এদিনে সকালে ছোট ছেলেমেয়েদের অঙ্কন প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা, আমি হবো জেলার সেরা প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠান সারাদিনব্যাপী চলবে বলে জানান স্বপন ঘোষাল। এদিনে প্রায় ৪০০ জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।