|
---|
মইদুল ইসলাম, বীরভূমঃ বীরভূম জেলার সাইথিয়া থানার আদিরাপাড়া গ্রামে বৌমার বিরুদ্ধে শ্বাশুড়ী খুনের অভিযোগ উঠল। বৃহস্পতিবার সন্ধেয় গন্ডগোল শুনে আসেপাসের বাড়ির লোক ছুটে গিয়ে দেখতে পান ৬৫ বছরের শ্বাশুড়ী কারিমা বিবি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। গৃহবধূ নাসিরা খাতুন প্রথমে মারার কথা অস্বীকার করলেও পরে চাপের মুখে স্বীকার করে। গ্রামের লোকের সঙ্গে কথা বলে জানা গেল মাঝে মাঝেই শ্বাশুড়ী – বৌমার ঝগড়া লেগেই থাকতো। কিন্তু সেই ঝগড়া যে এই রকম অবস্থার সৃষ্টি করবে তা কল্পনার বাইরে। পরে পুলিশ এসে গৃহবধূ নাসিরা বিবি কে ধরে নিয়ে যায়। শুক্রবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক নাসিরা বিবি কে ৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠান।