সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৬ তম জন্মবার্ষিকী

আয়ুব আলি নতুন গতি বঙ্কিম – ভবন গবেষণা কেন্দ্র বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৬ শে জুন সকাল ১১টায় নৈহাটি কাঁঠালপাড়ায় অবস্থিত তাঁর জন্ম ভিটে তথা বসতবাড়িতে পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তর পরিপোষিত বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্রে তিনদিনের অনুষ্ঠানে গত ২৬ তারিখে ১১ টায় বঙ্কিম চন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান, পুস্পমাল্যের মাধ্যমে উদ্বোধন করেন সন্মাননীয় অতিথি শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। দুপুর ৩ টায় বঙ্কিম সাহিত্য – বিষয়ক আলোচনা, বঙ্গদর্শন প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৭শেজুন বিকেল ৪ টায় নাচ,গান, আবৃত্তি, চিত্রাংকন ও সাহিত্য পাঠের মাধ্যমে সাহিত্য সম্রাট কে শ্রদ্ধা জ্ঞাপন। ২৮শে জুন সকালে তাঁর জন্মদিনে বঙ্কিম সংগ্রহশালায় সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন নব- নির্বাচিত বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক মহাশয়। বিকেল ৪ টায় আলোচনা সভায় শ্রী সুদীপ্ত চক্রবর্তী বন্দে মাতরম সঙ্গীত পরিবেশনের পর আলোচনায় শ্রী শ্যামল চক্রবর্তী ( অবসরপ্রাপ্ত অধ্যাপক,কলকাতা বিশ্ববিদ্যালয়) ও শ্রী নাড়ু গোপাল দে( অধ্যাপক, বাংলা বিভাগ,সিধো কানহো বীরসা বিশ্ব বিদ্যালয়)